তিতাস বার্তা
এ সময়ের সর্বাধিক প্রচারিত শীর্ষ পত্রিকা
Friday, January 7, 2022
Friday, December 31, 2021
আইএফ আইসি ব্যাংকের গ্যাস ফিল্ড গেইট উপ-শাখার উদ্বোধন।
স্টাফ রিপোর্টার। গত ২৭ ডিসেম্বর বিরাশার বাংলাদেশ গ্যাস ফিল্ড কার্যালয়ের প্রধান গেইট সংলগ্ন সড়কের পূর্ব পার্শ্বে আইএফ আইসি ব্যাংকের ১১ তম উপ-শাখার উদ্বোধন করা হয়। আইএফ আইসি ব্রাহ্মণবাড়িয়া শাখার ম্যানেজার কুলসুম বেগম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পবিএ কোরান তেলাওয়াতের মাধ্যমে মোনাজাত করা হয়।
এতে প্রধান অতিথির আসন অলংকৃত করে বক্তব্য রাখেন গ্যাস ফিল্ড
কোম্পানীর জি.এম (অর্থ) গনেশচন্দ্র মজুমদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যথাক্রমে
- আজিজ আহমেদ ডিজিএম (অর্থ), একেএম. এস্কান্দর ডিজিএম (বিল), আবুল কালাম ভূইয়া সভাপতি সদর উপজেলা আওয়ামীলীগ, এম.এ. মতিন সানু সম্পাদক
তিতাস বার্তা, এ টি এম নাসিমুজ্জামান তালুকদার ডিজিএম (নিরাপওা) এবং ব্যাংকের সাবেক
কর্মকর্তা শফিকুল ইসলাম প্রমুখ।
Subscribe to:
Posts (Atom)